রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম প্রকাশ যাদু কে ১৯ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছেন রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসামি রফিকুল ইসলাম প্রকাশ যাদু ওই গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্ব একটি বিশেষ টিম কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম প্রকাশ যাদুর (৪৯) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শয়ন কক্ষের স্টিল এর ট্রাংক এর নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগের ভেতর ১৯ বোতল কোডিন যুক্ত ফেনসিডিলসহ আসামি কে হাতেনাতে গ্রেপ্তার করেছেন।
জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায় ধৃতআসামির বিরুদ্ধে কালুখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।