রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ সমূহের নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলামের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে কালকিনি ও ডাসারের নব-নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. রহিমা খাতুন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাজাহান খান, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত শরীফ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. রাহিমা খাতুন বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমুলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ইউনিয়নের সন্ত্রাসী কর্মকান্ড ও বাল্যবিবাহ বন্ধে দৃঢ় ভূমিকা রাখতে হবে। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।