রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহীদ পারভেজকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)সকালে ঐতিহ্যবাহী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহীদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
শুভেচ্ছা বক্তব্যে সাহীদ পারভেজ বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাই সুখে-দুঃখে সবসময় জনগনের পাশে থাকতে চাই।
কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, আলীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন হাওলাদার, উপজেলা কৃষকলীগের সম্পাদক ও নবগঠিত উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি মানিক সরদার।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকবৃন্দ,এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।