এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ব্যবসায়ী ছেলে রাসেল বেপারী তার ব্যাক্তিগত কাজে সাহেবরামপুর বাজারে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রওনা দিয়ে ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে আসলে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে গুরুতর আহত হয় ব্যবসায়ী রাসেল।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষনা করেন। অজ্ঞাতনামা দুইজন আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, সড়ক দূর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ যানায় নি।