রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের উদ্দ্যোগে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপজেলার ১০০টি মাদ্রাসায় মোট এক হাজার পিস কুরআন শরীফ বিতরণ করা হয়। কুরআন শরীফ বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি বি.এম. রাজীবের সভাপতিত্বে ও মুখর হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা মনিরুজ্জামান সরদার, উপদেষ্টা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, উপদেষ্টা যুব উন্নয়ন কর্মকর্তা আবু্ল খায়ের, উপদেষ্টা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক সজীব খান সহ বিশিষ্ট জন ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।