রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
গতকাল ০৬ এপ্রিল রাতে কালকিনি থানাধীন বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়।পরে আজ সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল এর নেতৃত্বে এসআই (নিঃ) আশরাফুল ইসলাম, এসআই (নিঃ)সাখাওয়াত হোসেন, এএসআই (নিঃ) সোহাগ মিয়া, ও আবুল কাশেম এবং সঙ্গীয় ফোর্স সহ কালকিনি থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক একজন এবং বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত পাঁচজন সহ মোট ছয়জন আসামীকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে বিধি মোতাবেক উক্ত আসামীদের বিজ্ঞ আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান,বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত ০৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালকিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালকিনি থানা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।