কালকিনিতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Rabiul Hasan Rajib
প্রকাশিত:
রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক
রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ অগ্রযাত্রায় দশ বছর এই শ্লোগান নিয়ে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার সকালে দৈনিক আমার সংবাদ পত্রিকার কালকিনি প্রতিনিধি মোঃ রাজু আহম্মেদের উদ্যােগে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে উক্ত কর্মসুচি পালিত হয়।
এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলনের সভাপতিত্বে ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাসিরউদ্দিন লিটন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ।
এ ছাড়া বক্তব্য রাখেন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম, সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, সহ-সাংগঠনিক মোঃ রোমান বেপারী, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রকিবুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ শামীম, ক্রীড়া সম্পাদক আলমাছ বেপারী, কার্যকারী সদস্য ইব্রাহীম সবুজ, কার্যকারী সদস্য তারিকুল ইসলাম সুজন প্রমুখ।
বক্তারা সকলে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সাফল্য কামনা করেন।