রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ টি ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
শনিবার রাতে কালকিনিতে তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কালকিনি পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ স্থানীয় এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ড.আবদুস সোবহান গোলাপ এমপি বলেন, নব নির্বাচিত কমিটি কালকিনির সবচেয়ে শক্তিশালী কমিটি। এই কমিটির নেতারাই এক সময় আওয়ামী লীগের হাল ধরবে। এরাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় আওয়ামীলীগ সরকার গঠনে ভূমিকা রাখবে।
পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আবুল বাশারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. আবদুল্লাহ আল মামুন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান, মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, সাধারণ সম্পাদক কাদের প্যাদা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান আব্দুল হাই, আলীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস হাওলাদার সহ নব নির্বাচিত পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।