রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কালকিনি থানার অফির্সার ইনচার্জ মোঃ ইসতিয়াক আসফাক রাসেলের নেতৃত্তে সঙ্গীয় ফোর্স এস আই ইসাহাক আলী, এস আই সোহাগ, এস আই সোহরাফ সহ চৌকস টিম অভিযান পরিচালনা করে ২০৫ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কালকিনি পৌর এলাকার ৬নং ওয়ার্ডের অন্তর্গত লক্ষিপুর পখীরা সাকিনস্থ তিন রাস্তার মোর থেকে গোপন সংবাদের ভিক্তিতে গতরাত আনুমানিক ভোর ৪.৩৫ মিনিটে সময় ইয়াবা বিক্রয় কালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন বোরহান বেপারী (৩১), উজ্জল বেপারী (৩৮), উভয় পিতা সিরাজ বেপারী এবং আব্দুল মান্নান শিকদার (৩০)পিতা ইশমাইল সিকদার।
আটক কৃত ২০৫ পিচ ইয়াবার মধ্যে মোঃ বোহান বেপারীর পকেট থেকে ১২৫ পিচ ,উজ্জল বেপারীর কাছ থেকে ৫০ পিচ এবং আবদুল মান্নান এর কাছ থেকে ৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়।আজ বুধবার সকালে থানা পুলিশ সুত্রে এ তথ্য নিস্চিত করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, উজ্জল, বোরহান ও মান্নান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। আজ বুধবার দুপুরে তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।