রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালকিনি শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২০০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, মোঃ হামিদুল হক, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দিন ঢালী, প্রধান শিক্ষক মৃনাল হালদার, বি এম সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক মিন্টু লাল বাড়ৈ, বেলায়েত হোসেন, মেহেদী হাসান শাওন, রাশিদা জামান রিক্তা সহ সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।