অনুষ্ঠানের মধ্যমনি এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান।
এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন ফরিদপুর শান্তিরানী কোয়াজি প্যারিস এর পাল-পুরোহিত বরুন গোমেজ, এছাড়াও ব্র্যাক, ওকাপ সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা বাংলাদেশি অভিবাসী (নারী/পুরুষ) শ্রমিকদের পুনবার্সন সহায়তা প্রকল্প, ফরিদপুর, কারিতাস বরিশাল অঞ্চল। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ফিওে আসা নির্যাতিত, অসুস্থ, ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীরা (নারী ৭৫% এবংপুরুষ ২৫%) এই প্রকল্পের প্রধান উপকার ভোগী।
প্রকল্প বাস্তবায়ন এলাকাগুলোর মধ্যে ফরিদপুর জেলার মধুখালি উপজেলা, সালথা উপজেলা, নগরকান্দা উপজেলা, ফরিদপুর সদর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা।
কারিতাস বরিশাল অঞ্চলের আওতায় (আরআরএসবিআরএমডব্লিউ-জিএফইএমএস) RRSBRMW-GFEMS প্রকল্পে, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা বাংলাদেশি অভিবাসী (নারী/পুরুষ) শ্রমিকদের পুনবার্সন সহায়তা প্রকল্পে উপকারভোগীদের ভোকেশনাল প্রশিক্ষণ (গবাদি-পশু পালন, সেলাই মেশিন , ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং ইত্যাদি), জীবন দক্ষতা প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণ পেয়েছে, এই প্রশিক্ষণ এর মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী, ক্ষুদ্র ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি নিরলস কাজ করে যাচ্ছে।
এপ্রিল ২০২০ থেকে এপ্রিল ২০২১ (এক বছর) মধ্যে মোট ১৭৪ জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রশিক্ষন গ্রহনের পরে প্রত্যেকেই ”সীড মানি” ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। আজকেসহ মোট ১৭৪ জনকে ৪৩,৫০,০০০টাকা বিতরন হয়েছে। উক্ত অর্থ বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা শুরু করেছে এবং সফলতা পেয়েছে। বতমানে ২৮ জন প্রত্যেকেই ”সীড মানি” ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।
RRSBRMW-GFEMS প্রকল্প, কাথলিক মিশন, রঘুনন্দনপুর ফরিদপুর, কার্যালয়ের সভা কক্ষে “সীড মানি” ও “সাটিফিকেট” প্রদানে ফরিদপুর সদরে ১,০০,০০০/= নগরকান্দায় ১,৫০,০০০/= সালথায় ১,২৫,০০০/= মধুখালি ১,০০,০০০/= চরভদ্রাসন ২,২৫,০০০/= মোট=২৮জনকে সর্বমোট=৭,০০,০০০/= (সাত লক্ষ টাকা) চেক প্রদান করা হয়েছে। সেই সাথে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের পরিচালক মি: ফ্রান্সিস বেপারী এবং পোগ্রাম অফিসার মি: সম্রাট সেরাও।
এছাড়াও জুলিয়ানা মন্ডল, এ্যাডওয়াড অন্তু রায়, জজ বৈরাগী ও উচোমেন প্রকল্পের উপজেলার কেইসওয়াকার কর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেন RRSBRMW-GFEMS প্রকল্পের ফরিদপুরের জেলা সমন্বয়কারী মি: এ্যালেক্স স্যাময়েল বাড়ৈ।