চৌধুরী আশরাফ মাহমুদ টুটু, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি হাজী বাড়ীতে করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) এর উচ্চ ঝুঁকি নিয়েই চলছে মেলা। এতে করোনাভাইরাস বেশি বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মেলায় আয়োজন করা হয়েছে নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলার। এছাড়াও এখানে খোলামেলা জায়গায় জুয়ার আসরও লক্ষ্য করা যায়। হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন মেলায়। অধিকাংশ দর্শনার্থীর মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
বুধবার (১৬ ফ্রেব্রুয়ারী) বিকাল থেকেই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি হাজী বাড়ীর মাঠে এ মেলা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে মেলায় আসা দর্শনার্থীরা বলেন, এই মেলা সালথায় করোনাভাইরাস বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতেও পারে। পরিবারের সদস্যদের আবদারে করোনার ঝুঁকি নিয়ে মেলায় আসতে হয়েছে। এটি বন্ধ না করা হলে সালথাবাসীর জন্য চরম ক্ষতির কারণ হয়ে উঠবে বলে মনে করেন তারা। মেলাটি অবিলম্বে বন্ধের দাবিও জানান তিনি।
এসময় কোভিড-১৯ এর উচ্চ ঝুঁকি ঠেকাতে মেলাটি বন্ধ রাখতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সালথাবাসী।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সিনিয়র এএসপি (সার্কেল) সালথা ও নগরকান্দাকে মেলার আয়োজন ভেঙ্গে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।