নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে ওয়ার্ড বয় হিসেবে একজনের নাম থাকলেও কাজ করতেন অন্য একজন। ‘কার চাকরি কে করে’ হাসপাতাল কর্তৃপক্ষে প্রশ্ন করলে তারা নড়েচড়ে বসে। এরপরই ১ সেপ্টেম্বর থেকে জেসমিন আরা (ইয়াসমিন) ওয়ার্ড বয় হিসেবে নিয়মিত হাসপাতালে আসছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০২০ সালের মার্চের ২৩ তারিখে ওয়ার্ড বয় হিসেবে যোগদান করেন জেসমিন আরা (ইয়াসমিন)। যোগদানের পর থেকে তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন। তার পরিবর্তে বদলগাছী উপজেলা সদরের মাস্টার পাড়ার বাসিন্দা রবিউল ইসলাম এর স্ত্রী বেদেনা আক্তার মাসে চার হাজার টাকার বিনিময়ে প্রায় আড়াই বছর ধরে কাজ করছিলেন। জেসমিন আরাকে হাসপাতালের কেউ না চিনলেও প্রতি মাসের ৪-৫ তারিখে বেতন নিতে এবং ১৫ তারিখে কর্মকর্তার সঙ্গে দেখা করে যেতেন।
বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধানের পর এরপর তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে জেসমিন আরাকে (ইয়াসমিন) হাসপাতালে নিয়মিত হওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পর গত ১ সেপ্টেম্বর থেকে জেসমিন আরা ওয়ার্ড বয় হিসেবে নিয়মিত হাসপাতালে এসে তার দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে ওয়ার্ড বয় জেসমিন আরা (ইয়াসমিন) বলেন, হাসপাতালে যোগদানের পর থেকে নিয়মিত আসতাম। তবে মাঝখানে অসুস্থতার কারণে নিয়মিত আসতে পারিনি। এখন আবারও নিয়মিত হয়েছি।
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, জেসমিন আরা নিয়মিত আসতেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অন্য এক নারীকে ৬-৭ মাস থেকে সঙ্গে করে নিয়ে আসতেন। মানবিক কারণেও কিছু ছাড় দেওয়া হয়েছিল। এখন তিনি হাসপাতালে নিয়মিত আসছেন।
আজকের কণ্ঠ
নওগাঁ