ফরিদপুর প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ফরিদপুর পৌর এলাকায় খোলা বাজারে (ও.এম.এস) চাল বিক্রি কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
(১ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দশটি পয়েন্টে একযোগে ও.এম.এসের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শহরের টেপাখোলা বাজারে সকাল ১০ টায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জিয়াউর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ তারিকুজ্জামান, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ও. এম. এস ডিলার মির আব্দুল জলিল সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পৌর এলাকার ও.এম.এসের চাল বিক্রয় কেন্দ্রের ১০ টি পয়েন্ট লঞ্চঘাট চক্ষু হাসপাতালের বিপরীত পার্শ্বে, টেপাখোলা বাজার, চুনাঘাটা ব্রীজ সংলগ্ন, শোভারামপুর বটতলা (রেল লাইন সংলগ্ন) বাজার, হাজী শরীয়তুল্লাহ বাজার, ষ্টেশন বাজার, বৃন্দাবনের মোড়, সরকারি (কমার্স) কলেজ সংলগ্ন বাজার, কোমরপুর বাজার ও বদরপুর বাজার এলাকায় খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এসব কেন্দ্র থেকে জন প্রতি পাঁচ কেজি চাল যে কেউ কিনতে পারবেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, ও.এম.এস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ টন করে চাল প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে নবেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাল প্রতি কেজি ৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একজন করে ট্যাগ অফিসারের মাধ্যমে এ কর্মসূচি মনিটরিং করা হবে। তবে সরকারি ছুটি শুক্রবার ও শনিবার বিতরণ বন্ধ থাকবে। আর সপ্তাহের বাকী ৫ দিন এই কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, উর্ধ্ব মুল্যের বাজার পরিস্থিতিতে সরকার এ কর্মসূচী হাতে নেয়ায় খুশি ও এম এস এর চাল ক্রয় করতে আসা সাধারণ মানুষ।