স্টাফ রিপোর্টারঃ এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব বাংলাদেশ এর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী আইসিটি এবং ডিজিটাল কমিউনিকেশন প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ৯ টায় ফরিদপুর শহরের গোয়ালচামটে এনজিও ফোরাম প্রশিক্ষণ সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
এডাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ বিলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্লাষ্টের সমন্বয়ক ও এডাব ফরিদপুর জেলা শাখার কার্য-নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শিপ্রা গোস্বামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাম শাহাদাত মাহমুদ, এডাব ঢাকা অফিসের কর্মসুচি পরিচালক কাউসার আলম কনক, মনিরুজ্জামান মনির, এডাব ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা পলাশ সাহা, প্রশিক্ষক আকলিমা ফেরদৌস লিছা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাব বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।