1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ২১ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কানাইপুর ইউনিয়নের জনগণ যাতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা হবে আলতাফ হোসেন নিরাপদ সবজি গ্রাম ঘোষনা ও সনদপত্র বিতরন জমকালো আয়োজনে তুষার মাহমুদ আকমান এর ৪৪ তম জন্মদিন পালন গোয়ালচামটে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত কৈজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন এবং সম্পাদক তানজিল  কৈজুরীতে নারীর সহিংসতা রোধে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এএমআরের বৈশ্বিক ঝুঁকি সমাধান প্রচারে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
ফরিদপুর প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার ফরিদপুরে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ানদের অংশগ্রহণে প্রাণী ও মানবস্বাস্থ্য ঝুঁকি হৃাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত একটি অভিজাত হোটেলে একমি ও ইউএসআইডি এর সহযোগিতায় ফিড দি ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, এসিডিআই/ভোকা-এর উদ্যোগে “প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার” শীর্ষক এ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি একমি’র সহকারী বিক্রয় ব্যবস্থাপক মো: তবারক হোসেন।

এসময় এএমআরের অপরিমিত এবং অতিরিক্ত ব্যবহার সহ ক্ষতিকর দিক এবং সমাধানে উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান।
জেলা ভ্যাটেরিনারী কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আসজাদ, একমি’র ভেটেরিনারি মার্কেটিং ও সেলস সমন্বয়ক রাশিদুর রহমান রনজু, এসিডিআই/ভোকা-এর প্রতিনিধিগণ সহ সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তব্য রাখেন। সেমিনারে জেলার নয়টি উপজেলার ভ্যাটেনারী সার্জন এবং সংশ্লিষ্ট বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

সেমিনারে জানানো হয়, অনুজীব-বিরোধ প্রতিরোধ্যতা তথা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে হারে বাড়ছে, তাতে করে হয়তো দুই থেকে তিন দশকের মধ্যে মানুষ সংক্রামক রোগে অসহায়ভাবে মৃত্যুবরণ করবে। ২০৫০ সালের পর প্রতিবছর বিশ্বের এক কোটি করে মানুষ মারা যাবে এর প্রভাবে।

এ বৈজ্ঞানিক সেমিনারে নিত্যদিনের আহার্যের মাছ, মাংস, ডিম, দুধ, শাকসব্জী সহ নানা কৃষিজ পণ্যেে কীটনাশক প্রতিরোধে স্প্রে, পচনরোধক ফরমালিনের ব্যবহার এবং বিভিন্ন রোগ প্রতিরোধে মাত্রাতিরিক্ত এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিভাবে মানব শরীর সহ বিভিন্ন প্রাণীর শরীরে অনুজীব-বিরোধ প্রতিরোধ্যতা তথা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠছে সে সম্মন্ধে তথ্য উপাত্ত তুলে ধরা হয়। সেমিনারে বলা হয়, খাদ্য নিরাপত্তা তৈরি এবং ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর স্বার্থে আমাদেরকে এব্যাপারে এখনই সতর্ক হতে হবে। বিশেষ করে মাঠ পর্যায়ে গবাদিপশু চিকিৎসায় যেসব কোয়াক রয়েছেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগে তাদের আরো সচেতন করে তুলতে হবে। আগামীর বিশ্বকে ভযাবহ খাদ্য হুমকি ও অর্থনৈতিক বিপর্যয়ের কবল থেকে রক্ষার জন্য এব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!