আতিয়ার রহমানঃ ফরিদপুর সদরের গত ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই মোট ৮ জন অফিসারকে বিদায় ও ৮ জন নবাগত অফিসারকে বরণ করে নেয়া হয় ।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিদায়ী ও নবাগত অফিসারদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দীর্ঘদিন আমরা একে অপরের বন্ধু হিসেবে কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আমরা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক উন্নয়ন কর্মকান্ড করেছি। আপনারা যে যেখানেই থাকুন এই ধারাকে অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। নবাগতদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সহমর্মিতার সহিত একে অপরের বন্ধু হিসেবে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। আমাদের দ্বারা সাধারণ মানুষ যেন হয়রানি শিকার না হয় এবং উন্নয়নমূলক কর্মকান্ডে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, আজ প্রায় এক বছর হতে চলেছে আমি আপনাদের সাথে কাজ করেছি আপনাদের সাথে কাজ করে একটি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে মন চায় না আপনারা আমাকে ছেড়ে যান তারপরেও নিয়তির বিধান ছেড়ে যেতে হবে। আমার হৃদয়ের গভীর ভালোবাসা রইলো আপনাদের সকলের প্রতি যেখানে থাকবেন সকলেই ভালো থাকবেন নিজের কাজকে প্রাধান্য দিবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি। নবাগতদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন কর্মস্থলে যোগ দিলে প্রথমে একটু সমস্যা মনে হয় কিন্তু তা মানিয়ে নিতে হয়। আমরা একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করব এবং সাধারণ মানুষের জন্য কাজ করবো ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সার্বিক উন্নয়নমূলক কাজ করে যাব।
বিদায়ী বক্তারা বলেন, আমরা গর্বিত ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা মহোদয় স্যারের মতো একজন মানবিক হৃদয়ের জনপ্রতিনিধির সাথে কাজ করতে পেরে সেই সাথে আরো গর্বিত আরেকজন মানবিক নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী মহোদয় স্যার যিনি সর্বদা আমাদের সার্বিক সহযোগিতা ও নির্দেশনা দিয়েছেন স্যারকে খুবই মিস করবো আমরা আমরা আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসিবুল হাসান। সভাপতি তো করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
পরিশেষে ফরিদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলামের পরিবেশনায় এক মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন পাঞ্জু।