নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আমার মা সাজেদা চৌধুরী এমন কোনো উন্নয়ন নেই যা তিনি সালথায় করেন নাই। শতশত স্কুলের ভবন, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট সবই করেছেন। এ ছাড়া আমার মা আপনাদের সুখ-দুখের সাথি ছিলেন। তিনি আজ নেই। তাই মায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি মায়ের মত আপনাদের পাশে থাকবো সারাজীবন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা সমাজ সেবক সৈয়দ মাহাতাব হাবিব মিল্টনের বাড়িতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য পথসভায় রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বক্কর ছিদ্দিক, যদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরআগে খারদিয়া ছয়আনীতে উপজেলা আওয়ামী নেতা জাহিদ মিয়া উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেও এসব নেতারা নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন।