এ উপলক্ষে বিকেলে ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা পাঠ করেন। এর আগে আলোচনা সভায় উদীচীর সভাপতি অধ্যাপক আবদুল মোতালেব এর সভাপতিত্বে আলোচনা করেন তৌহিদুল ইসলাম স্ট্যালিন, ডাক্তার দিলীপ রায়, পংকজ সরকার সুরাজ, অমল ঘোষ প্রমূখ।
সভায় বক্তারা উদীচীর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠান পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম।