রাসেল, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈশান ইন্সটিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈশান ইন্সটিটিউশনের আয়োজনে ঈশান গোপালপুর ঈউনিয়ন চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ সহীদুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
প্রতিযোগীতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইউসুব আলী।
প্রধান অতিথি বলেন, তোমাদের ক্রীড়া নৈপুণ্য দেখে মুগ্ধ। এখানে এসে আমার ছেলে বেলার কথা মনে পড়ে যাচ্ছে। বিদ্যা যেমন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, ঠিক তেমনি খেলাধুলা-বিনোদন হলো দেহমন সুস্থ রাখার অন্যতম মাধ্যম। সমাজ থেকে কুসংস্কার, মাদক ও জঙ্গীবাদ দূর করতে হলে খেলাধুলা ও শরীর চর্চার কোন বিকল্প নেই। দেশ ও জাতির উন্নতি করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।