রাসেল মিয়াঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ী সদর উপজেলার ৯নং রামকান্তপুর ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ই জুলাই) সকালে রাজবাড়ী সদরের ৯নং রামকান্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মোঃ রাজিব মোল্লা বাবুর নেতৃত্বে চাল বিতরণ উদ্বোধন করেন, অত্র ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার বিজয় কুমার প্রমাণিক।
এ সময় আরো ছিলেন, রামকান্তপুর ইউনিয়ন সচিব শঙ্কর কুমার সরকার সহ ইউনিয়নের অন্যান্য সদস্য বৃন্দ এবং গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
রামকান্তপুর ইউনিয়ন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের ১১০১ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
চাল নিতে আসা উপকার ভোগীদের মধ্যে ওহাব সরদার, ইউনুস মোল্লা, সাবিনা আক্তার, খোকন মন্ডল ও সখিনা বেগম খুশি হয়ে জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজিব মোল্লা (বাবু) চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা। তারা আমাদের মত অসহায় ও দরিদ্রদের প্রতি সর্বত্রই খেয়াল রাখেন।তাদের দেয়া বিভিন্ন পর্যায়ের কর্মসূচির আওতায় সাহায্য সহযোগিতা পেয়ে আমরা অনেক উপকৃত।