১৩ই ডিসেম্বর সোমবার দুপুরে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্য থেকে নির্বাচিত আট সদস্যের পাঁচ সদস্যের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এ কে এম ইউসুফ আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুনঃনির্বাচিত সভাপতি মজনু বলেন, আমি গত দুই বছর সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেছি। এই দুই বছরে বিদ্যালয়টিকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির পানিতে স্কুল চত্বর প্লাবিত হলেও এখন সেখানে ইট বিছানো হয়েছে। বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয়ের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে।