নওগাঁয় চার্জার ফ্যানের দাম বেশি নেওয়ায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ জুলাই) বিকেলে শহরের বাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে মানুষ ইলেকট্রনিক্স এর দোকানের দিকে ঝুঁকছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত দাম রাখছেন। শহরের বাটারমোড়ে অভিযানের সময় পণ্যের অতিরিক্ত দাম রাখার সত্যতা পাওয়া যায়।
শামীম হোসেন বলেন, অভিযানকালে চার্জার ফ্যানের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে অতিরিক্ত রাখায় রাজিব ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, নিউ মুকুল ইলেকট্রনিক্সকে ১০ হাজার এবং হক ইলেকট্রনিক্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
নওগাঁ প্রতিনিধি।