ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় দরিদ্র বেকার যুবকদের ইলেকট্রিক্যাল বিষয়ে ৩ মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ আগষ্ট) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং রিসডা বাংলাদেশ এর বাস্তবায়নে সালথা বাইপাসে অবস্থিত রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি, সালথা এর ম্যানেজার শামীম সরদার, কম্পিউটার ইন্সট্রাক্টর এ কে আজাদ, জুনিয়র ইন্সটেক্টর মহসিন মোল্যা প্রমূখ।