ফরিদপুর প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ কর্তৃক সদর উপজেলার চকবাজার ও নিউমার্কেটে অবস্থিত ইলেকট্রনিকস পণ্য চার্জার ফ্যান, চার্জার লাইট এর দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়।
২৫ জুলাই সোমবার দিনব্যাপী শহরের বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
লোডশেডিংকে পুঁজি করে ইলেকট্রনিকস পণ্য বিশেষ করে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএস এর দাম যেন না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের সচেতনতা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিশ্রুতি হিসেবে বিদেশি ইলেকট্রনিকস পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং খোলা সয়াবিন তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এছাড়াও চকবাজারে মুদি দোকানসমূহে বোতলজাত সয়াবিন তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় তদারকি করা হয়। সয়াবিন তেল ধার্য্যকৃত মূল্য থেকে অনেক কম দামে বিক্রি হতে দেখা যায়।
এসময় কৃষি বিপণন অধিদপ্তর সিনিয়র বিপণন কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, জেলা পুলিশের ১টি টিম এবং তিতুমীর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।