রাসেল, ফরিদপুর
ফরিদপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাদারীপুর জেলা দলকে ৮ উইকেট হারিয়ে অপরাজিত
চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা দল।
শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাদারীপুর জেলা দল ১১৭ রানে অলআউট হয়। জবাবে ঢাকা জেলা দল ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে তানজিম শাহরিয়ার কে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
খেলা শেষে ফরিদপুর ক্রিকেট কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মৎ তাসলিমা আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ ।
এ সময় বক্তারা বলেন, নিয়মিত এই জাতীয় টুর্নামেন্ট আয়োজন করা হলে এখান থেকে ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে। তাছাড়া খেলাধুলা প্রত্যেকের শরীর ও মন ভালো রাখবে এবং খেলাধুলা সমস্ত অন্যায় অপরাধ থেকেও দুরে রাখবে।
সভাপতির ভাষণে ক্রিকেট কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান স্টেডিয়ামের উন্নয়নে তিন লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন এবং খেলাধুলার সংক্রান্ত যেকোনো ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি মুজিবুল হক ফিরোজ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, কার্যনির্বাহিনী কমিটির সদস্য জাবেদ পারভেজ শাহীন, প্রণব কুমার মুখার্জি, শেখ নুরুল ইসলাম, হাসিবুল আমিন লিপন , আজাদ হোসেন, অমরেশ সাহা,
অনুষ্ঠানের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।