নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের অবসরজনিত উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের আয়োজনে, (২৪ আগষ্ট) বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপাধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে, বিদায়ি অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আহসান হাবিব, সবিতা বৈরাগী, পারভীন আক্তার, আবু তালেব মিয়া, মোঃ আফছার উদ্দিন, শেখ নূরুল ইসলাম, মোঃ রেজাউল করিম আকন্দ, মোঃ শহিদুল ইসলাম, নিরোদ চন্দ্র মন্ডল, মোঃ রেজাউল করিম, সমীর কুমার চক্রবর্তী, শৈলেন কুমার বিশ্বাস, সুভাষ কুমার দত্ত, জেসমিন ফেরদৌসী, ফিরোজা পারভীন, মোঃ আজিজুর রহমান, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মীর নূরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তিনি অত্যন্ত নিরলসভাবে পাঠদান করতেন। কলেজ প্রতিষ্ঠা লগ্নে উনার অবদান অনস্বীকার্য। বক্তারা নজরুল ইসলাম উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে কলেজের প্রশাসনিক দক্ষতা সম্পন্ন একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। কলেজের বিভিন্ন কর্মক্ষেত্রের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ উপাধ্যক্ষ হিসেবে তিনি সুচারুরুপে দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, আমি এই কলেজে ১৯৯৪ সালে যোগদান করি। মাঝে ৬ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করি এবং ২০০৮ সাল থেকে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে এসেছি। গত ১০ আগষ্ট কর্মরত অবস্থায় আমি অবসর গ্রহণ করি। কার্যকালে সব সময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের মাঝে নিরঅংকারী নিবেদিত শিক্ষা প্রদান করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
বিদায়ী অনুষ্ঠান শেষে উপাধ্যক্ষ নজরুল ইসলামকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।