এ নির্বাচনে উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেম আ.লীগ মনোনয়ন নৌকা নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযাদ্ধা মো. আবদুল হান্নান মোল্যা।
ওই ইউনিয়নে রয়েছেন আরো ২জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে রয়েছেন আহম্মেদ আলী মাষ্টার (আনারস) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী টুটুল মোল্যা (লাঙ্গল)।
এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তালা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্যার ছোট ভাই আব্দুর রউফ মোল্যা। দুই ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। বিষয়টি নিয়ে চায়ের দোকান গুলোতে চলছে রসালা রম্য গল্প।