নিরঞ্জন মিত্র নিরুঃ স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আটঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৫ আগষ্ট) বৃহস্পতিবার পরিষদ চত্তরে বিকাল সাড়ে ৪ টায়
ইউনিয়ন পরিষদ চত্তরে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হাসান খাঁন (সোহাগ) এর সভাপতিত্বে, অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন মা মনি এমএনসিএসপিব উপজেলা কো- অর্ডিনেটর মোঃ তুহিন আলম, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু),
দৈনিক নাগরিক বার্তা পত্রিকা ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সালথা উপজেলার মানবকন্ঠ প্রতিনিধি শরিফুল হাসান প্রমূখ।
এসময় অবহিতকরণ কর্মশালায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের জনসাধারণকে নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহের উপর নাটক প্রদর্শনের মাধ্যমে সচেতন করা হয়।