নিরঞ্জন মিত্রু নিরুঃ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৯ আগষ্ট) সোমবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউনিয়ন পরিষদের কার্যাবলী, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানির আয়োজন এবং স্থানীয় সম্পদ আহরণ / কর ধার্য্য ও আদায়, নারী উন্নয়ন ফোরাম, স্থায়ী কমিটি সক্রিয়করণ ইত্যাদি বিষয় নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ হক শেখ এর সভাপতিত্বে, কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। তিনি পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থিত জনসাধারণকে বিস্তারিত বুঝিয়ে বলেন।
কর্মশালা অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে মা এবং নবজাতকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মা মনি বোয়ালমারী উপজেলা কো- অর্ডিনেটর মোঃ আব্দুর রউফ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, ইউনিয়ন পরিষদের সেবাসমূহ, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহের উপর গানের মাধ্যমে ইউনিয়নের জনসাধারণকে সচেতন করা হয়।