ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১শে জুলাই রবিবার বিকেল ৫টায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারস্থ ইউনিয়ন পরিষদের সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে ফিতা কেটে অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ প্রমুখ।
কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোঃ ইকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের ফরিদপুর জেলা আহ্বায়ক গোলাম মোঃ নাছির, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লা, জেলা মহিলা লীগের সভানেত্রী মাহমুদা বেগম, কোতোয়ালি শ্রমিক লীগের আহ্বায়ক শেখ সেলিম, সদস্য সচিব মিঠু মিয়া, কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মাজেদ, সাধারণ সম্পাদক ফকির সিদ্দিকুর রহমান সহ ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে উপস্থিত নের্তৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।