শরিফা বেগম শিউলী, রংপুরঃ প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র কম্বল বিতরণ এর জন্য ৩৫০ পিস কম্বল রংপুর জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেছে আশা রংপুর জেলা।
রবিবার (১২ ডিসেম্বর) বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী একটি প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে সারাদেশে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এ কম্বল হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
উক্ত কম্বল হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর আনিছুর রহমান ডিভিশনাল ম্যানেজার আশা-রংপুর ডিভিশন, ডিস্ট্রিক্ট ম্যানেজার টি.এম আব্দুল হালিম রংপুর সদর জেলা, এছাড়া আরও উপস্থিত ছিলেন আশা-রংপুর সদর অঞ্চলের আরএম মোঃ রবিউল ইসলাম, রংপুর সদর উপজেলার এসই মোঃ আবু লায়েজ, মোঃ রবিউল ইসলাম, এসবিএম, আশা-রংপুর সদর-১ ব্রাঞ্চ, শাপলাচত্ত্বর ব্রাঞ্চ এস বিএম, আরএমসি-১ ব্রাঞ্চের বিএম ও এবিএম ।