স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বানীবহ ইউনিয়নবাসী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বানীবহ বাজারে এ কর্মসূচী পালন করা হয়। এতে বানীবহ ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হোসেন, নিহত আব্দুল লতিফ মিয়ার স্ত্রী ও বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে বানীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের নিজ বাড়ির অদূরে তিন রাস্তার মোড় থেকে আব্দুল লতিফ মিয়াকে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। ফরিদপুর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এরপর ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন লতিফের স্ত্রী মোছা. শেফালী আক্তার। এ মামলায় ৯ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। তবে বর্তমানে সকল আসামি জামিনে রয়েছে।