আলফাডাঙ্গা সংবাদদাতাঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারেজ উদ্দিন আহমেদের মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া, শোক ও আলেচনা সভার আয়োজন করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারী দুপুর ১২:৩০ টায় ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা, শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ এর সভাপতিত্বে ও আয়োজনে ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -খুলনা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কামাল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আশরাফ হোসেন, যুবলীগ নেতা বকুল মুন্সি।
এছাড়াও সদর ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় অঙ্গসংগঠনের কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত হারেজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আলফাডাঙ্গা থানা মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান ফরিদপুরী।
উল্লেখ্য হারেজ উদ্দিন আহমেদ (৭৮) গত ৩০ জানুয়ারি ২০২২ বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।