ফরিদপুর প্রতিনিধিঃ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ১৯৯৮ সালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী মহানগরীতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ সরকারের পাশাপাশি এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক), নরডিক, ইউএনএফপি (জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল) যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করে।
প্রকল্পটির আওতায় ফরিদপুর পৌরপভায় এ পর্যন্ত ৪টি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৬নং ওয়ার্ডের ব্রাক্ষণকান্দা বাইপাস সড়কের পাশে নগর মাতৃসদন, ৩নং ওয়ার্ডের পারচরে নগর স্বাস্থ্যকেন্দ্র ১, ১৮নং ওয়ার্ডের ভাটি লক্ষিপুরে নগর স্বাস্থ্যকেন্দ্র ২ ও ২২নং ওয়ার্ডের কমলাপুরে নগর স্বাস্থ্যকেন্দ্র ৩ স্থাপন করা হয়েছে।
“নিরাপদ মাতৃত্ব আমাদের অঙ্গীকার” এই শ্লোগান নিয়ে সংস্থাটি ফরিদপুরে তাদের কার্যক্রম শুরু করেছে।
২৮ জুন মঙ্গলবার ফরিদপুর পৌরসভার হলরুমে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) পরিচালনায় এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ফরিদপুর পৌরসভা।
পৌর মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপিএইসসিএসডিপি (UPHCSDP-II)র (দ্বিতীয় পর্যায়) যুগ্ম সচিব-প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রোজেক্টর সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে জানানো হয় রংধনু চিন্হিত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র সবার জন্য। এখানে তিনটি পৃথক ক্যাটাগরিতে মোট ১৭ ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। মাতৃত্বকালীন সেবা, শিশু সেবা ও সাধারণ চিকিৎসা সেবা ক্যাটাগরিতে গর্ভকালীন সেবা প্রসবকালীন সেবা, প্রসবত্তোর সেবা, মাসিক নিয়ন্ত্রণ সেবা, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ নিরুপণ সেবা, নারীর প্রতি সহিংসতা ও এ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।