আতিয়ার রহমানঃ ১৯ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের আমির উদ্দিন সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন করা হয়। পুরুষ সদস্য পদে ০৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং মোঃ আজাদ শেখ উপস্থিত অভিভাবকদের সর্বোচ্চ সমর্থনে নির্বাচিত হন।
নারী সদস্য পদে ০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে জেসমিন সুলতানা জুই এবং রেশমা বেগম উপস্থিত অভিভাবকদের সর্বোচ্চ সমর্থনে নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি কে. এম. কাওছার আহমেদ, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী ও অন্যান্য শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং দেড় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সুপারিশে কে. এম. কাওছার আহমেদ (পুরুষ) ও মোছাঃ রুমা খাতুন (নারী) বিদ্যোৎসাহী সদস্যপদে মনোনীত হন।
সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে কমিটি গঠন করায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সরদার উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা নতুন নীতিমালা অনুসরণ করেই এই কমিটি করেছি। যত দ্রুত সম্ভব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করে নব-নির্বাচিত সকল সদস্যদের মধ্য থেকে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন করা হবে।