রবিউল ইসলাম
রঘুনাথপুর, পাংশা, রাজবাড়ী।
মোর গাঁয়ের এক চাষির ছেলে
কালো গায়ের বরণ,
তার মুখের হাসি মুক্ত ঝরায়
কালো দুটি নয়ন।
কচি পাটের আগায় দোলে
তাহার মুখের হাসি,
সবার সাথে সখ্য তাহার
সবাই ভালোবাসি।
গরু থুয়ে সে বিলে যায়
তুলতে ঢ্যাপ – শালুক,
সবার মাঝে বিলিয়ে দিয়ে
পায় আনন্দ – সুখ।
কখনো আবার কেউ গাঙে
মাছ ধরিতে যায়,
বরশী ফেলে ঘুরে বেড়ায়
চড়ে ডিঙি নায়।
মোর গাঁয়ের এক চাষির ছেলে
গায়ের বরণ কালো,
সবার সাথে সখ্য তাহার
সবাই বাসি ভালো।