রাজু আহমেদঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজিমুদ্দিন পাড়া গ্রামে স্ট্রোক করে মো: আবুল হোসেন শেখ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার পেশা ছিল ড্রাইভার। মৃত্যুকালে তিনি (৪) ছেলে এবং (১) মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার জানাজার নামাজ নাজিমুদ্দিন পাড়ার স্থানীয় ঈদগাহ ময়দানে আজ রাত ১০টায় অনুষ্ঠিত হয়। তার জানাজায় শত শত মুসল্লির ঢল জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
এ বিষয় তার ছেলে জানান আমার বাবা কোন অসুস্থ ছিলেন না হঠাৎ করে আমাদেরকে বলতেছে বুকটা ব্যাথা করতেছে, তার কিছুক্ষণ পরে দেখি তিনি মারা যান।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বলেন আবুল হোসেন ভালো মানুষ ছিলেন কখনো সে কারো সাথে ঝগড়া করতো না মুখ, কালো করে কথা বলত না আমরা মানুষ, মরণশীল আমাদেরও একদিন এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আবুল হোসেনের মতো আমরা সবাই দোয়া করি সে যেন জান্নাত বাসি হয়।