
ফরিদপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মমতা বেগম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সহ-সভাপতি আনোয়ারা বেগম, সবিতা বৈরাগী, খুশি খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দগণ কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসটি উদযাপন করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অধিকার সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন নারীদের চাকরির ক্ষেত্রে যেভাবে ৩৩% কোটা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে ও তারা ৩৩% কোটা দাবি জানান। পরবর্তিতে তারা পুরুষের মত সমান অধিকার নিয়ে কাজ করার আহ্বান জানান।