অদ্য (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১ টায় মামলার শুনানির সময়ে হৃদরোগে আক্রান্ত হয়। এমতাবস্থায় আসামীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গণেশ কুমার আগরওয়ালা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়া (৫০) নামে গত বছর প্রতারণার অভিযোগে বাদী হয়ে চার জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামি মৃত শাহজাহান মৃধা এক নাম্বার আসামী ছিলেন।