নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমটির সদস্য মো.শফি উদ্দিন বলেছেন- আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একমাত্র তার সাহসী উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু আজ নির্মাণ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে সালথা-নগরকান্দায় আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে কাটা হয় কেক ও বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. চৌধুরী মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুইট মিয়া, জেলা পরিষদের সদস্য আন্জুমান আরা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।