নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিপণনের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, বাজার মনিটরিং কালে দুই হাজার ছত্রাক ধরা মিষ্টি, আট হাজার পিস অস্বাস্থ্যকর খুরমা, ১০০ লিটার নষ্ট পামওয়েল, ২০০ কেজি নষ্ট জিলাপি, ২০০ কেজি ভেজাল দই, ১০০ কেজি ভেজাল গুড়, ২০০ কেজি নষ্ট মিষ্টির সিরা জব্দ করা হয়।
এসময় অনুমোদনহীন, অস্বাস্থ্যকর, অবৈধ উৎপাদন ও বিপণনের অপরাধে সোহেল রানা (৪০), নুরুল ইসলাম (৪৮), জবির উদ্দিন সরদার (৫৫), সুশীল মোহন্ত (৪৫) ও ফজলুকে (৬৫) ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আজকের কন্ঠ
নওগাঁ